শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

২০২৩ এ যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে কমবে মূল্যস্ফীতি!

সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: কোন অপ্রত্যাশিত ধাক্কার সম্মুখীন না হলে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমবে। এমন পূর্বাভাস দিয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। খবর রয়টার্সের।

রোববার (১১ ডিসেম্বর) প্রকাশিত সাক্ষাৎকারে ইয়েলেন বলেন, ‘যদি অপ্রত্যাশিত কোন ঘটনা না ঘটে, তাহলে আমি বিশ্বাস করি, আগামী বছরের শেষ নাগাদ আমরা মূল্যস্ফীতির হার অনেকটা কম দেখব।’

অর্থনৈতিক মন্দার বিষয়ে ফেডালের রিজার্ভের সাবেক এ চেয়ারম্যান বলেন, ‘অর্থনৈতিক মন্দার ঝুঁকি রয়েছে। কিন্তু আমার মতে, এটি মূল্যস্ফীতির হার কমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নয়।’

ইয়েলেন জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে মন্থর হচ্ছে। তবে মূল্যস্ফীতি কমছে। তাই শ্রমবাজার স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে এ বছরের উচ্চ মূল্যস্ফীতি বেশি দিন স্থায়ী হবে না বলেও মনে করেন তিনি। ইয়েলেন বলেন, ‘১৯৭০ দশকে সব পণ্যের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার পর মূল্যস্ফীতি কমানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার।

তিনি বলেন, ‘পণ্য জাহাজীকরণ ব্যয় অনেকটাই কমে গেছে। পাশাপাশি অর্ডার দেয়া গ্রাহকের হাতে পণ্য পৌঁছে দেয়ার সময়ের ব্যবধানও কমে এসেছে। এ ছাড়া পাম্পগুলোয় পেট্রোলের দামও কমার পথে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, আমরা সামনের বছরে মার্কিন মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমতে দেখতে পাব।’