রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

২০২৩ সালে ট্রেন চলবে নতুন সূচিতে

সোমবার, ডিসেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ২০২৩ এর শুরুতে রেলওয়েতে আসছে নতুন সময়সূচি। ট্রেনের সিডিউল বিপর্যয়, একই অঞ্চলের একাধিক ট্রেনের একই দিনে ছুটিসহ একাধিক সমস্যা সমাধানে নতুন সময়সূচী নির্ধারণ করা হচ্ছে। অসময়ে ট্রেন চলাচলে যে আয় কম হয়, নতুন সময়সূচির মাধ্যমে আয় বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নেয়া হচ্ছে। 

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী বছর ২০২৩ সালে রেলওয়ের নতুন সময়সূচী আসবে। যার জন্য আমরা কাজ করছি। হয়তো ১ জানুয়ারির থেকে এ নতুন সূচিতে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসের মধ্যেই এটার কাজ শেষ হবে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সংবাদ মাধ্যমকে বলেন, ‘রেলওয়ের ২০২৩ সালের সময়সূচি নিয়ে কাজ চলছে। নতুন সময়সূচিতে কিভাবে আয় বাড়ানো যায়, সে বিষয়টি দেখা হবে। একই সাথে গভীর রাতের বদলে দ্রুত ঘরে ফিরতে পারে, সেটা নজরে রাখা হবে। আবার একই অঞ্চলের ২-৩ টা ট্রেন একই দিনে বন্ধ থাকে, সেটা যেন না হয়, সেটাও খেয়াল রাখা হবে।’