শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বুধবার, নভেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

টেকনাফ, কক্সবাজার: মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মাছ ধরার সময় নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে জিম্মি করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, টেকনাফ উপজেলার নাইক্ষ্যংদিয়ার কাছে নদীর মোহনা থেকে ১৫টি ছোট কাঠের নৌকা আটক করেছে তারা।

স্থানীয় ইউনিযয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সালাম জানান, নাইক্ষ্যংদিয়ার কাছে প্রায় ১৫টি নৌকা নিয়ে মাছ ধরছিলেন জেলেরা। শাহপরীর দ্বীপের জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি।

জেলেরা সকলে টেকনাফের বাসিন্দা জানিয়ে তিনি বলেন, ‘তারা ইতোমধ্যে ব্যাপারটি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানিয়েছেন।’

এর পূর্বে, গেল ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত ও দুইজন আহত হয়েছেন।

পর দিন মিয়ানমার কর্তৃপক্ষ নিহত একজনের লাশসহ দুইটি পৃথক দলে জেলেদের ফেরত দেয়।