কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তত্বাবধানে পাঁচ দিনের ‘আইআইইউসি টেক ফেস্ট ২০২৩’ আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে।
‘আইআইইউসি টেক ফেস্ট ২০২৩’ এই ১৩ টি ইভেন্টে আইআইইউসির সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে।
ফেস্টে ম্যাথ অলিম্পিয়াড, মোবাইল গেমস অ্যান্ড এপস ডেভেলপমেন্ট কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেস কম্পিটিশন, পোস্টার রিপ্রেজেন্টেশন কম্পিটিশন, আইডিয়া জেনারেশন কম্পিটিশন, মেডিসিনাল প্ল্যান্ট শো কম্পিটিশন, মেকানিক্স অলিম্পিয়াড, সার্কিট সল্যুশন কম্পিটিশন, ডকুফিল্ম কন্টেস্ট, সাইবার গেমিং কনটেস্ট, টেক অলিম্পিয়াড, রোবো সকার কম্পিটিশনে টিম আকারে শিক্ষার্থীরা অংশ নেবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে প্রি-ইভেন্টের মাধ্যমে শুরু হয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) আইআইইউসি ক্যাম্পাসে জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হবে টেক ফেস্টের মূল পর্ব; যা বুধবার (২৭ সেপ্টেম্বর) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।