শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলন

শনিবার, অক্টোবর ২৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: আগামী ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক দিনেই এ সম্মেলন শেষ হবে। শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়। সভার এক পর্যায়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণ মাধ্যমকে এ সিদ্ধান্ত জানান। এর আগে বিকাল চারটায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে এক দিনেই এবারের সম্মেলন শেষ হবে। সাধারণত আওয়ামী লীগের সম্মেলন দুই দিনব্যাপী হয়ে থাকলেও এবার এক দিনেই শেষ হবে।’

সম্মেলনের অনুষ্ঠান সূচির তথ্য তুলে ধরে তিনি জানান, ওই দিন সকালে উদ্বোধনী অধিবেশন দিয়ে সম্মেলন শুরু হবে। শেখ হাসিনা সম্মেলনে সভাপতিত্ব করবেন। দুপুরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

এর আগে ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বর্তমান বৈশ্বিক সংকটের কারণে সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে এক দিনেই করা হবে বলে জানা গেছে। বৈঠকে শেখ হাসিনার বক্তব্যেও তেমন সংকেত পাওয়া গেছে।

সম্মেলন সাদামাটাভাবে করার কথা জানিয়ে তিনি বলেন, ‘সম্মেলন প্রস্তুতি কমিটি করতে হবে, কতগুলো ‍উপকমিটি করতে হবে। যেহেতু বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যাচ্ছে, আমাদের দেশেও সেই অবস্থা। এবারের সম্মেলন আমরা খুব শানশওকত করে করব না। খুব সীমিত আকারে, অল্প খরচে। সাদাসিধেভাবে আমাদের সম্মেলনটা করতে হবে।’

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।