বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

২৬ ফেব্রুয়ারি লাগার্ডিয়া বিমানবন্দরে ট্যাক্সি চালকদের ১২ ঘণ্টার ধর্মঘট

রবিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: চালকদের বিরুদ্ধে উবার ও লিফট কোম্পানির বিভিন্ন মনগড়া ব্যবস্থা নেয়ার প্রতিবাদে কুইন্সের লাগার্ডিয়া বিমানবন্দরে ধর্মঘটের ডাক দিয়েছে ‘নিউইয়র্ক ট্যাক্সি ওয়ারকার্স অ্যালায়েন্স।’ আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ধর্মঘট অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই বলেন, ‘সামান্য কারণে উবার ও লিফট চালকদের অ্যাপস বন্ধ করে দিচ্ছে। ফলে, চালকরা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে।’

তিনি দ্রুত এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান।

অ্যালায়েন্সের নেতা টিপু সুলতান বলেন, ‘আমরা খুব স্ট্রং। আমাদের সাথে জনগণ আছে। আমাদের সংগঠন সব ড্রাইভারের সংগঠন। আমরা ড্রাইভারদের অধিকার নিয়ে কাজ করি। আমাদের বিজয় ড্রাইভারদের অংশগ্রহণের মাধ্যমে হয়ে থাকে। আমাদের আত্মবিশ্বাস আছে, এবারো আমরা জয়ী হব।’

এ সময় তিনি ধর্মঘটের দিন লাগার্ডিয়া বিমানবন্দরে সব ড্রাইভারকে সমেবেত হওয়ার আহবান জানান।

সংবাদ সম্মেলনে গাব্রিয়েল, আজিজুল হক, মোহন সিং, নুসরাত জাহান, সোনাম শারপা, জাভেদ তারেক, হায়দার, লসকর উপস্থিত ছিলেন।