বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

২৭ জুন নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে নির্বাচন

সোমবার, জুন ১২, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মেলিন্ডা কাটজকে সমর্থন দিয়েছে বাংলাদেশি কমিউনিটি। আর এ সর্মথনের নেতৃত্ব দেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। গেল সোমবার (৫ জুন) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিপুল মনুষের উপস্থিতিতে কমিউনিটির নেতারা মিলিন্ডা কাটজকে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে সর্মথন দেয়। অনুষ্ঠান পরিচালনা করেন মঈন চৌধুরী।

অনুষ্ঠানে সবাই সমস্বরে ‘ফোর মোর ইয়ারস ফর মিলিন্ডা’ স্লোগান দেন। আগামী ২৭ জুন ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি ইলেকশন অনুষ্ঠিত হবে। কুইন্সের সংখ্যাগরিষ্ঠ আমেরিকান রেজিস্টার্ড ভোটার ও সর্মথক হওয়ায় প্রাইমারিতে বিজয়ী প্রার্থীকেই চূড়ান্ত বিজয়ী হিসেবে ধরা হয়।

বাংলাদেশি আমেরিকানদের এ অকুন্ঠ সর্মথন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন মিলিন্ডা। তিনি বলেন, ‘গেল ২০ বছর ধরে আমি বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করছি। শান্তিপ্রিয় ও পরিশ্রমি কমিউনিটির দেখভালের দায়িত্ব ডিস্ট্রক্ট এটর্নির। এ লক্ষ্যে কুইন্সের আইনশৃংখলার উন্নয়ন করতে পরিশ্রম করছি। রাস্তা থেকে শত শত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য কাউন্টির তুলনায় কুইন্সে ক্রাইম অনেক কম। আমি ফের নির্বাচিত হলে আপনাদের পাশে সথাকব।’

মিলিন্ডাকে সমর্থন করে বক্তব্য দেন রাজনীতিবিদ মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, আমিন মেহেদী, হুসনে আরা, টাইম টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের, জাকির এইচ চৌধুরী, ফাহাদ সোলায়মান, দিলীপ নাথ, এডভোকেট নাসির উদ্দীন, বাগ’র চেয়ারম্যান জয়নাল আবেদীন, মনিকা রায় চৌধুরী, রোকেয়া আক্তার, সৈয়দ রাব্বি, আনাফ আলম, নুসরাত আলম, লাভলু আনসার, মোহাম্মদ উদ্দীন, লুৎফর রহমান লাতু, নুরুল হাসান, এএফএম জামান, শাকিল মিয়া, মিয়া মো. দুলাল, আবুল হোসেন।