মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

শিরোনাম

২৮-৩১ ডিসেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘স্কেচ গ্যালারি’র আলোকচিত্র প্রদর্শনী

মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: মঞ্চ জীবন্ত শিল্প মাধ্যম। একটি মঞ্চ প্রযোজনা একাধিকবার মঞ্চস্থ হলেও প্রতি রজনীতে উপস্থিত দর্শকরা যে অভিজ্ঞতা লাভ করেন, তা অন্যান্য মাধ্যমের মত স্মৃতির নিউরনে ছাড়া ধরে রাখা সম্ভব নয়। আলোকচিত্র নান্দনিক মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। মঞ্চের নান্দনিকতা আলোকচিত্রে ধরা পড়লে তা যেমন দর্শককে মঞ্চের প্রতি আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখতে পারে, তেমনি চলমান মঞ্চ প্রযোজনা সময়ের প্রয়োজনে বন্ধ হয়ে গেলেও দর্শক ইমেজ বন্দী স্মৃতিতে প্রযোজনাগুলো সম্পর্কে, প্রযোজনার মান সম্পর্কে ও সময়ের চিত্র সম্পর্কে একটি সম্যক ধারনা লাভ করতে পারেন। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও গবেষণায় সহযোগী প্রতিষ্ঠান ‘স্কেচ গ্যালারি’র উদ্যোগে আগামী ২৮-৩১ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারিতে চট্টগ্রামের মঞ্চ নাটক বিষয়ে ’আলোকচিত্রে মঞ্চালোক-২’ শীর্ষক চার দিনের আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে আলোকচিত্রী মোরশেদ হিমাদ্রী হিমু, তানজীর হোসেন ফাহিম ও শাহরিয়ার হান্নান কর্তৃক গৃহীত ও সংগৃহীত স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ প্রযোজনার ১০০টি নাটকের ১০০টি ছবি প্রদর্শীত হবে। প্রদর্শনীটি ২৮ ডিসেম্বর বিকাল চারটায় উদ্বোধন করবেন বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের সভাপতি অধ্যাপক আব্দুস সেলিম। অতিথি থাকবেন রবিউল আলম, শিশির দত্ত, জিয়াউল হাসান কিসলু, বাবুল বিশ্বাস ও শোয়েব ফারুকী।

উল্লেখ্য ’আলোকচিত্রে মঞ্চালোক-১’ ডিসেম্বর ৭-১৪, ২০১৮ জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ১৮-২০ ফেব্রুয়ারি ২০১৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজিত তৃতীয় নাট্য উৎসব ও ১ মে, ২০১৯ ফিরোজশাহ্ কলোনি সরকারি প্রাইমারি স্কুল মাঠে প্রদর্শনীটি আয়োজন করা হয় ও প্রশংসিত হয়।