শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

২৯ অক্টোবর থেকে কলকাতায় ‘চুতর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

বুধবার, অক্টোবর ২৬, ২০২২

প্রিন্ট করুন

কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত: ভারতের পশ্চিম বঙ্গের কলকাতায় আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’, চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। বুধবার (২৬ অক্টোবর) বিকালে কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান অনাদালিব ইলিয়াস।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতার রবীন্দ্র সদনে উৎসব অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। অতিথি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

এ উৎসবে মোট ৩৭টি ছবি দেখানো হবে। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে হাসিনা এ ডটারস টেল, হাওয়া, পরাণ, গুণীন, চিরঞ্জীব মুজিব, কালবেলা, বিউটি সার্কাস, শাটল ট্রেন, লাল মোরগের ঝুঁটি।

কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন ১, ২, ৩- এ ছবিগুলো দেখানো হবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।