সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

৩১ জুলাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

বুধবার, জুন ২৮, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জুলাই সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ জুন) সকালে সিটির থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সদস্য সচিব এবং বর্তমান কমিটির সব কর্মকর্তা ও সদস্যকে নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আযহার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন কয়েকটি ইউনিট ও যে সব ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন এখনো অনুষ্ঠিত হয়নি, তা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগেই সম্পন্ন করা হবে এবং ইতোমধ্যে স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করে অসমাপ্ত কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও, বেশ কয়েকটি থানার সাংগঠনিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বলা হয়, ‘আগামী ৫ জুলাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সম্মেলনকে প্রাণবন্ত ও সফল করে তুলতে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হবে এবং সম্মেলন সফল করার লক্ষে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নিদের্শনা দেয়া হবে।’

সভার শুরুতে ত্যাগে মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয় এবং এ পবিত্র ধর্মীয় উৎসবটি ভাবগম্ভীর পরিবেশে সৌহার্দ্য সম্প্রীতিময় ঔদার্য্যরে সাথে পালন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ আছে ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে। তৃণমূল স্তরের নেতাকর্মীদের সহায়তায় সাংগঠনিক কাঠামোগুলো গঠনের কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে- গঠনতান্ত্রিক নীতিমালা ও শৃঙ্খলা বজায় রেখে ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটিগুলোর তৃণমূল স্তরের নেতাকর্মীদের আকাঙ্ক্ষা অনুযায়ী গঠন করা এবং এ পর্যন্ত যে কমিটিগুলো গঠন হয়েছে, তা গঠনতান্ত্রিক নীতি মোতাবেক ও সর্বসম্মতভাবেই হয়েছে।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নির্ধারিত সময়ে যাতে সুসম্পন্ন হতে পারে, সে জন্য সব স্তরের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং তাদেরকে সংগঠন থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তা অবশ্যই পালন করতে হবে।’

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ থানা, ওয়ার্ড ও যে কয়েকটি ইউনিট সম্মেলন সমাপ্ত হয়নি, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে, কোন ধরণের ব্যত্যয় ঘটলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যকরী কমিটি ঐ সব সাংগঠনিক ওয়ার্ডে কমিটি গঠনে মহানগর আওয়ামী লীগ সরাসরি উদ্যোগ নেবে এবং এ ব্যাপারে যে নির্দেশনা দেয়া হবে, তা যদি পালন করা না হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আগেও চেয়েছিলাম এবং এখনো চাই, তৃণমূল স্তরের কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠিত হোক। কিন্তু, কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, স্থানীয় নেতৃত্বের অসহযোগিতায় সম্মেলন বিলম্বিত হয়েছে। যারা কমিটিগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তারা যেন পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মূল্যায়ন করে কমিটি গঠন করেন এবং তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করেন।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে, তৃণমূল থেকে প্রতিটি ওয়ার্ড, থানায় কোন প্রকার ভেদাভেদ রাখা যাবে না এবং দলের নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যাকেই প্রার্থী নির্বাচন করা হবে, তাকে অবশ্যই বিজয়ী করতে হবে।’

সম্প্রতি অনুষ্ঠিত দুই নম্বর জালালাবাদ ওয়ার্ডের সভাপতি দায়িত্ব শাহজাদা কাজী এমএ মালেককে দেয়া হয়।

তিনি আগামী ১ জুলাই শনিবার সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল দশটায় মরহুমের কবর প্রাঙ্গণের খতমে কোরআন, দোয়া ও মিলাদ, পুষ্পমাল্য অর্পণ শেষে কবর প্রাঙ্গণে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুচ সালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মো. হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, ফয়সল ইকবাল চৌধুরী, মো. শহিদুল আলম।