সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন

শনিবার, নভেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (৫ নভেম্বর) রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান যথাক্রমে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জয় ও লেখককে পুর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে তারা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।