পামবিচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: ফ্লোরিডার পামবিচ কাউন্টিতে আগামী ৩-৫ মাচ ‘২৭তম এশিয়ান বাণিজ্য ,খাদ্য ও সাংস্কৃতিক মেলা’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা এ মেলার আয়োজন করছে। মেলার অনুষ্ঠানিকতা শুরু হবে ৩ মার্চ পামবিচ এয়ারপোর্ট হিল্টন হোটেলের বলরুমে ‘বিজনেস অ্যাওয়ার্ড ও গালা ডিনার’র মাধ্যমে।
মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, মেক্সিকো, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান ও চীনসহ বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা-বিনিয়োগকারিরা অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক সংগঠনের সভাপতি এম রহমান জহির ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ।
৪-৫ মার্চ ‘সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড’এ ‘২৭তম এশিয়ান এক্সপো, ফুডফেয়ার ও কালচারাল শো’ অনুষ্ঠিত হবে দুপুর ১২টা থেকে রাত দশটা পর্যন্ত। এশিয়ান দেশগুলোর পণ্য-সামগ্রির প্রদর্শনী স্টলের বিপুল এ সমাহারের মধ্যে মূলমঞ্চে চলবে শিল্পীদের পরিবেশনা। আয়োজকরা আশা করছেন, আগের মত এবারো দৈনিক ২০ হাজারের অধিক মানুষের সমাগম ঘটবে এ মেলায়।
মেলার আহবায়ক নূরউদ্দিন শেখ, চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা ও সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল। তারা জানান, মেলায় শতাধিক বাণিজ্যিক ও খাবারের স্টল থাকবে। থাকবে শিশু-কিশোর-তরুণ-তরুণীদের জন্যে বিভিন্ন রাইডের ব্যবস্থা। ইতিমধ্যেই বাংলাদেশ, ভারত, পাকিস্থান, চীন ও থাইল্যান্ডসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
বাংলাদেশ থেকে সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, এসআই টুটুল, লায়লা, দিনাত জাহান মুন্নী ও অনিমা ডি কস্টা, ভারত থেকে প্লেব্যাক সিংগার কনিকা কাপুর, ইন্ডিয়ান আইডল খোদা বক্স অংশ নেবেন।
মেলায় ফ্লোরিডার বিভিন্ন ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান ও সিনেটর এবং পামবিচ কাউন্টি, মায়ামি কাউন্টি ও ব্রাওয়ার্ড কাউন্টির মেয়ররা বিশেষ অতিথি থাকবেন থাকবেন বলে আশা করা হচ্ছে। ফ্লোরিডার ব্যবসায় প্রতিষ্ঠান জুমা এন্ড সন্স, নাপা হোলসেল, পাওয়ার প্যাট্রোলিয়াম, সেইফ এভি, এ্যামিউজমেন্ট কোম্পানির নাহিনুর রহমান টাইটেল স্পন্সর, প্লাটিনাম স্পন্সর, গোল্ড স্পন্সর, এশিয়ান এক্সপো আইকন স্পন্সর ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীরা ব্যক্তিগতভাবে স্পন্সর হিসাবে এগিয়ে এসেছেন বলে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আয়োজকরা জানিয়েছেন।
উল্লেখ্য, ২৭তম এশিয়ান বাণিজ্য্য, খাদ্য ও সাংস্কৃতিক মেলায় মিডিয়া পার্টনার হিসাবে থাকবে এনটিভি ও বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ।