শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

৪৬ টাকা বাড়ল এলপিজি গ্যাসের মূল্য

রবিবার, ডিসেম্বর ৪, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বেড়েছে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৪৬ টাকা বাড়িয়ে এক হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আগে এক হাজার ২৫১ টাকা ছিল।

রোববার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের মূল্য ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৫১ টাকা।

এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে এ মূল্য কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৫১ টাকা বেড়েছিল। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, ‘সরকারের ইচ্ছা অনুসারে সংশ্লিষ্ট বিভাগ বিইআরসি আইন সংশোধন করা হয়েছে। সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। কমিশন আইন অনুযায়ী চলবে।’

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথম বারের মত এলপিজির মূল্য নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে মূল্য সমন্বয় করা হচ্ছে।