মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

৫০ বছর পূর্তিতে নিউইয়র্কে দর্শক মাতাবে সোলস

বুধবার, মে ১৫, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: দলের ৫০ বছর পূর্তিতে নিউইয়র্কে দর্শক মাতাবেন সোলসের তারকা শিল্পীলা। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্ তাদের ৫০ বছরের বিশাল জার্নিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহরগুলোকে বেছে নিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নিউইয়র্ক সিটি। ১৫টা শোর মধ্যে নিউইয়র্কের জমকালো আয়োজনে দর্শকদের লাইভ অংশগ্রহণ বহু বেশি প্রাণ চঞ্চল ও গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। গড়বে নতুন এক ইতিহাস।’

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ মে) মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যান্ডের প্রধান গায়ক পার্থ বড়ুয়া, গ্লোল্ডেন এইজ হোমকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও শাহ নেওয়াজ) সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা পরিচালক রানো নেওয়াজ উপস্থিত ছিলেন।

মিট দ্যা প্রেসে বলা হয়, ‘নিউইয়র্কে বর্ণিল এ আয়োজনের উদ্যেক্তা হচ্ছে দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট। যুক্তরাষ্ট্রে সোলসের এটি হবে সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন। আমাদের অতীত অভিজ্ঞতা দিয়ে আমরা অগণিত দর্শক ও সোলসের তারকাদের মিলনমেলা উপহার দিতে পারব বলে অত্যন্ত আশাবাদী।’

মিট দ্যা প্রেসে জানানো হয়, এবারের এ বিশাল আয়োজনে আমাদের পাশে রয়েছে গোল্ডেন এজ হোম কেয়ার, রিভারটেল, রিয়েল ইস্টেট ইনভেস্টার নুরুল আজিম, উৎসব ডট কম, এথনিক ফুড (মাছওয়ালা), খলিল বিড়িয়ানি, সেলাক্স, ফেউমা, এলেক্সো লাইফ স্টাইল, ফ্লিক্সা ও সেভ দা স্মাইল। মিডিয়া প্লাটফর্ম সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক ঠিকানা এবং আরটিভি।’

সোলসের তারকারা আগামী ২ জুন নিউইয়র্ক সিটির জ্যামাইকা ইস্টেটের ১৭৬-২১ ওয়েস্কফোর্ড ট্যারেসের মেরি লুইস একাডেমি হলে তাদের বেস্ট পারফর্মেন্স উপহার দেবেন দর্শকদের। এ দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত সোলসের তারকারা দর্শকদের মাতিয়ে রাখবেন।’

রিজার্ভেশনসহ যে কোন যোগাযোগের জন্য ৯২৯-৫৩৮-৭৯০৩, ৫১৬-২৬৩-৩৫৬৯ নম্বরের যোগাযোগ করা যাবে।