শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

৬ নভেম্বর যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্মেলন

বুধবার, অক্টোবর ১২, ২০২২

প্রিন্ট করুন
গোলাম মোহাম্মদ কাদের

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মত বিনিময় সভা নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেষ্টুরেন্টে ৪ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় সভায় বক্তব্য দেন আহবায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জাফর মিতা, তোফায়েল চৌধুরী, সবির লষ্কর, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, এসএম ইকবাল, শাহজাহান সাজু, শক্তি গুপ্তা।

সভায় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃৃত্বের প্রতি অকুন্ঠ সমর্থন জানান। তারা জাতীয় পার্টিতে লুকিয়ে থাকা কুচক্রীদের দল থেকে বহিষ্কারের জন্য দাবি জানান।

সভায় সবার সম্মতিক্রমে আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্মেলনের তারিখ নির্ধারিত হয়।

সভার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া ঐক্যবদ্বভাবে কাজ করে ৬ নভেম্বরের সম্মেলনকে সফল করার জন্য সব নেতা-কর্মীর প্রতি আহবান জানান।