চট্টগ্রাম: সিটির রৌফাবাদস্থ সুখী এগ্রো পার্কের কার্যালয়ে সোমবার (৬ মার্চ) রাতে সভা করেছে অক্সিজেন এলাকায় মুক্তমঞ্চে স্থাপনের উদ্যোক্তারা। এতে সভাপতিত্ব করেন মূকাভিনয়শিল্পী সোলেমান মেহেদী।
সভায় গত ১ মার্চ অক্সিজেন এলাকায় মুক্তমঞ্চ স্থাপনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
মুক্তমঞ্চ স্থাপনের দাবিকে গতিশীল করার লক্ষ্যে সভায় সবার সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সোলেমান মেহেদী আহ্বায়ক ও নাট্যকর্মী জানে আলম টিটুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকিরা হলেন যুগ্ন আহ্বায়ক ওয়াদুদ মামুন, জাহাঙ্গীর আলম খান, এনামুল হক, সোলাইমান খান নয়ন ও শাহ আলম মনু। যুগ্ন সদস্য সচিব শাহাদাত হোসেন বাবলু, আসাদ ইকবাল ও মুহাম্মদ রিমন। কার্যকরী সদস্য রিজোয়ান রাজন ও মোস্তফা কামাল যাত্রা।
সভায় জনমত গঠনের লক্ষ্যে স্থানীয় মুরব্বি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুব সংগঠনগুলোর সাথে এ বিষয়ে মত বিনিময় করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের সাথেও একটি বৈঠকের সিদ্ধান্ত হয়।
ঈদের পর মাঠ পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় জানান জানে আলম টিটু জানান।