ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে যে, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই ও তারা বাংলাদেশের নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে নয়। বুধবার (২৬ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যকে সমর্থন করি।’
তিনি বলেন যে, তারা সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসাথে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।’
প্যাটেল বলেন, ‘এটি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক এবং আমরা বিশ্বাস করি যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন একটি অভিন্ন অগ্রাধিকার এবং প্রধানমন্ত্রীসহ (শেখ হাসিনা) অনেক বাংলাদেশি সরকারি কর্মকর্তা নিজেরাই বলেছেন যে, এটি তাদের লক্ষ্য।’
বুধবার (২৬ জুলাই) ঢাকায় নিযুক্ত ১৩ রাষ্ট্রদূতকে তাদের ‘অকূটনৈতিক আচরণের’ জন্য অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।
এ ব্যাপারে বুধবার (২৬ জুলাই) বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। উনাদের যৌথ বিবৃতিটি ঘটনা প্রবাহের সাথে অসঙ্গতিপূর্ণভাবে যথাসময়ের অনেক আগেই তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি, আমাদের আজকের আলোচনার পর তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন ও ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন।’