ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ‘দেশে আজ নিরব দুর্ভিক্ষ চলছে। দিনমজুর মানুষের বোবাকান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠছে। কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই। যে যেভাবে পারছে, সে সেভাবেই লুটেপুটে খাচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ বাইরে। অবৈধ পার্লামেন্টের সাংসদ ও মন্ত্রীরা অনেকেই সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না।’
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন আলতাফ হোসাইন, আবদুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, এইচএম রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, মাওলানা নাযির আহমদ শিবলী, গোলাম মোস্তফা, কেএম আবু তাহের, মাওলানা নাজিমুদ্দিন, মাওলানা তাজওয়ার হাসান।
সভায় আগামি বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে দাওয়াতি পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।