রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

অভিনেতা আহমেদ ‍রুবেল মারা গেছেন

বুধবার, ফেব্রুয়ারী ৭, ২০২৪

প্রিন্ট করুন
আহমেদ ‍রুবেল

ঢাকা: অভিনেতা আহমেদ রুবেল আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নুরুল আলম আতিকের নয়া চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’এর বিশেষ প্রদর্শনী ছিল বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে। সেই প্রদর্শনীতে যোগ দিতে গিয়েছিলেন আহমেদ রুবেল। আচমকা বসুন্ধরা সিটিতেই মাথা ঘুরে পড়ে যান। পরে, উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আট বছর আগে ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের কাজ শুরু হয়। শেষ হয় চার বছর পূর্বে। মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এ চলচ্চিত্র।

‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরো আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম।

আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম নেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন।

আহমেদ রুবেল ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি বর্তমানে পরিবারের সাথে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

প্রয়াত সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়াও, তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেশির ভাগ চরিত্র প্রশংসিত হয়েছে।