শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

অভিষেক হল বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের

রবিবার, জানুয়ারী ১৫, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের অভিষেক উপলক্ষে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা নারী, সাংস্কৃতিক অঙ্গণ, অটিজম সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১৪ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহানগরের সভাপতি সৈয়দ আবদুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।

বাংলা ঢোল, বাদবাজনা, বেলুন ও কবুতর উড়িয়ে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শাহ্ আলম। মহানগরের সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম। অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গণি, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সর্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা মুকুল দাশ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সায়লা আক্তার, দপ্তর সম্পাদক আবু বক্কর। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া।

বক্তব্য দেন অভিনেতা পংকজ বৈদ্য সুজন, জসিম উদ্দিন চৌধুরী, আবু তাহের চৌধুরী, সনজিত আচার্য্য, আবছার উদ্দিন অলি, ইলিয়াস রিপন, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, নৃত্য শিল্পী শুভ্রা সেনগুপ্তা, শিল্পী কল্যাণী ঘোষ, শিল্পী শহিদ ফারুকী, অন্যন্যা সেন নিপা, সোমা মুৎসুদ্দী, শারমিন হোসেন, রোজী চৌধুরী, হাসনা জান্নাত মিকাত, শামীমা নুসরাত, নার্গিস সুলতানা ঝুমুর, রেশমী আক্তার, শুভাশীষ দাশগুপ্ত মুনমুন, ফোজিয়া রহমান, ইফতেখার আহমেদ রাজেশ, মৌ চৌধুরী, শিলা চৌধুরী, নুসরাত জেরিন, জুয়েল পাল। নৃত্য পরিবেশন করে কালারস একাডেমি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বঙ্গমাতা ছিলেন আমাদের অন্তহীন প্রেরণার উৎস। এ মহীয়ষী নারীর অবদান জাতি আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দেশীয় সংস্কৃতি বিকাশে ও চর্চায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অবদান অনস্বীকার্য। সাংস্কৃতিকবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি চর্চায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।’