কুমিল্লা: কুমিল্লা-দশ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের প্রার্থী অর্থ মন্ত্রীর নির্বাচনী প্রচারে অংশ নেয়ায় প্রিসাইডিং অফিসার লালমাই উপজেলার আবুল কালাম মজুমদার মহিলা কলেজের প্রভাষক মো. আব্দুল হালিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যান, সিনিয়র সহকারী জজ রাজীব কুমার দেব তাকে এ নোটিশ দেন।
নোটিশে বলা হয়েছে, ‘মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে প্রকাশিত লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের মোবাইল ফোন মারফত তথ্য অনুযায়ী আপনি নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামালের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন। গেল ২৫ ডিসেম্বর ওই আসনের লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা বাজারে অর্থ মন্ত্রীর মেয়ে ও ছোট ভাই গোলাম সারওয়ারের সাথে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। প্রচারকালে আপনার হাতে নৌকার লিফলেট ছিল। আপনি প্রার্থীর কন্যাকে কয়েকজন প্রবীণ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়ে মন্তব্য করেছেন ‘ওরা আমাদের দলের লোক।’
এতে আরো বলা হয়, ‘আপনি প্রিসাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ নিয়ে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। আপনার অনুরূপ কার্যকলাপ অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী। এতে আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়। এ অবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কেন নির্বাচন কমিশন বরাবরে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না সেই মর্মে আগামী ২৯ ডিসেম্বর বিকালে নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লা- দশ এর অস্থায়ী কার্যালয় সহকারী জজ আদালতে (বরুড়া) কুমিল্লায় স্বয়ং হাজির হয়ে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেয়া হল।’
অভিযুক্ত মো. আব্দুল হালিম এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।