বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

আইআইইউসি-সংযুক্ত আরব আমিরাতের এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসির চুক্তি

শুক্রবার, জানুয়ারী ১৩, ২০২৩

প্রিন্ট করুন

দুবাই, আরব আমিরাত: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সংযুক্ত আরব আমিরাতের ইকোনমিক গ্রুপ হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসির সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ফিনেন্সিয়াল সেন্টারের এমিরেটস ফিনেন্সিয়াল টাওয়ারের ইকোনমিক গ্রুপ হোল্ডিং লিমিটেডের সদর দপ্তরে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, ইকোনমিক গ্রুপ হোল্ডিংসের চেয়ারম্যান শেখ মাজিদ বিন হামিদ আল কাসিমি, ম্যানেজিং ডিরেক্টর শেখ সুলতান, শেখ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর রাউফ আলী, আইটি ম্যানেজার আবিদীন সুলাইমান, এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসির চিফ টেকনিক্যাল অফিসার আরিফ রেজা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মামুন আকবর।

সমঝোতা স্মারকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও রাউফ আলী সই করেন।

এ সমঝোতা স্মারকের ফলে আইআইইউসি হাইটেক নলেজ শেয়ারিং, গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের চাকরির সুযোগ, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, স্টাডিস ও সার্ভে, ফ্যাকাল্টি মেম্বার ও অফিসারদের ইন-প্ল্যান্ট ট্রেনিং ও স্পেশাল টেকনিক্যাল ট্রেনিং, শিক্ষার্থীদের ইন্টার্নি, প্রোজেক্ট ওয়ার্ক, আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি, আইটি ইনফ্রা-স্ট্রাকচার উন্নতকরণ ও ডাটা সেন্টার তৈরি, গেস্ট লেকচারসসহ আরো বিভিন্ন প্রকারের সুযোগ-সুবিধা পাবে।