বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

আগামী মাসে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: আগামী মাসের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, ‘এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।’

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগামী দুই দিন পুরো দেশে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী মাসের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।’

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।’

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ হাতিয়া ও খেপুপাড়ায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, ভোলায় ২৪, মাইজদীকোর্ট ১৭, ফেনী ১৬ ও কুমিল্লায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) পুরো দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২৮ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার (২৯ আগস্ট) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, ‘মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।’

ঢাকায় মঙ্গলবার (২৯ আগস্ট) দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাশ।

ঢাকায় মঙ্গলবার (২৯ আগস্ট) সূর্যস্ত সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে ও বুধবার (৩০ আগস্ট) সূর্যোদয় ভোর পাঁচটা ৩৯ মিনিটে।