মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

আচানক বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

শুক্রবার, জুন ১৪, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বৃহস্পতিবার (১৩ জুন) রাত রাত ১২টার পর আচানক প্রেস রিলিজের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলের চার মহানগর এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।’

একই সাথে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। উল্লিখিত বিলুপ্তকৃত কমিটিগুলোর নয়া কমিটি পরবর্তী ঘোষণা করা হবে।

এ দিকে, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের দপ্তর বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম শাখা বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের অনুমোদনক্রমে এ সব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি আরো বলা হয়, ‘খুব শিগগির বাতিল করা ইউনিটগুলোতে নয়া কমিটি ঘোষণা করা হবে।’