আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।
একুশের প্রথম প্রহরে এবসিকন শহরের পূর্ব এবসিকন বুলেভার্ডে অবস্থিত ট্রাভেল লজে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটি যৌথভাবে ‘সার্বজনীন অমর একুশে উদযাপন’ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এ উপলক্ষে মিরাজ খানকে আহ্বায়ক, মো. মনিরুজামান ও ফরহাদ সিদ্দিককে সদস্য সচিব করে ‘অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন’ কমিটি গঠন করা হয়েছে।
আয়োজকরা জানান, আটলান্টিক সিটিতে ক্রিয়াশীল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক,সাংস্কৃতিক,পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হবে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ, বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির ও সাধারন সম্পাদক কাজল বাড়ৈ আটলান্টিক সিটির বিভিন্ন রাজনৈতিক, সামামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের জন্য আহ্বান জানিয়েছেন।