নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের (এনএএসিপি) আটলান্টিক সিটি চ্যাপটারের বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৬ এপ্রিল) রাতে হার্ডরক ক্যাসিনোর বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কলিম শাহবাজ। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পুলিশ প্রধান, সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, গিয়াসউদ্দীন পাঠান, মাহমুদ শাহ অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বকে কমিউনিটি সেবায় অবদান রাখায় পুরস্কৃত করা হয়।
এনএএসিপির আটলান্টিক সিটি চ্যাপটারের সহসভাপতি রোজি সেগুরা ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।