নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের উদ্যোগে তাঁর বাসভবনে গত শনিবার (৩ মে) দুপুরে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে রাজ্যের গভর্নর পদপ্রার্থী স্টিভেন ফুলপের সন্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মার্টি স্মলের সঞ্চালনায় স্টিভেন ফুলপ উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য দেন ও সুধীজনের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
সুধীজন স্টিভেন ফুলপের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তাঁর প্রতি সমর্থন জানান।
স্টিভেন ফুলপ তাঁকে সমর্থন জানানোর জন্য উপস্থিত সুধীজনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট লা কোয়েটা স্মল, কাউন্সিল এট লার্জ প্রার্থী সোহেল আহমেদ, আটলান্টিক কাউন্টি কমিশনার প্রার্থী পেস্টর কলিন্স এ ডেইস সিনিয়র, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভানেত্রী কনস্ট্যান্স চ্যাপম্যান, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, গিয়াস উদ্দীন পাঠান, আফিয়া নাসরিন, আনজুম জিয়া, আমির কাশ্মীরি উপস্থিত ছিলেন।