শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আটলান্টিক সিটিতে গীতা জয়ন্তী পালিত

শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে কৃষ্ণভক্তদের উদ্যোগে পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গীতা জয়ন্তী পালিত হয়েছে।

গীতা জয়ন্তীতে ভক্তরা শ্রীকৃষ্ণর আরাধনা করেন, তুলসী মালা জপেন, সঙ্গে পড়েন হিন্দুদের ধর্মগ্রন্থ ভাগবত গীতা। কৃষ্ণভক্তদের অনেকেই গীতা জয়ন্তী উপলক্ষে গীতা দান করেন। কৃষ্ণভক্তরা সমবেত কন্ঠে গীতার আঠারো অধ্যায় পড়েন।

এছাড়া বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

হিন্দু ধর্মে বেদ-পুরাণের মতই গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে ভাগবত গীতা। এটি একমাত্র গ্রন্থ যার জয়ন্তী পালিত হয়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়।

অনুষ্ঠানে পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন।

কৃষ্ণভক্ত সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্র, গংগা সাহা, সুপ্রীতি দে, সজল চক্রবর্তী, মেরি দে, দীপা দে জয়া, রানা দাশ, ধীমান পাল, বিউটি দাশ, সুমি মজুমদার, সোমা বিশ্বাস, শিখা সরকার, ফুলু চক্রবর্তী, লাকি চৌধুরী, একান্তিকা চৌধুরি ধর্মসভার বিভিন্ন পর্বে অংশ নেন