নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘বন্যার ঝুঁকি ও মোকাবেলায় করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৭ মে) বিকেলে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালা আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আটলান্টিক সিটির অগ্নি নির্বাপণ বিভাগের প্রধান ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক স্কট কে. ইভান্স, ম্যাট বমগার্টনার, স্টিফেন হলম্যান।
তারা বন্যা সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি, তার পূর্বপ্রস্তুতি ও ঝুঁকি মোকাবেলার বিভিন্ন কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় বিভিন্ন কমিউনিটির বাসিন্দারা অংশ নেন।