বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আটলান্টিক সিটির মসজিদ আল হেরার ‘ঈদ পুনর্মিলনী’

মঙ্গলবার, মে ১৬, ২০২৩

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউজার্সি: যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটির আটলান্টিক এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত মসজিদ আল হেরার উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) সন্ধ্যায় এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, হামদ, নাত, ইসলামী সংগীত পরিবেশন।

মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজউদদীন চৌধুরীর সঞ্চালনায় কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের হাফেজ নজরুল ইসলাম। ইসলামী সংগীত পরিবেশন করেন ফারুক আহমদ ও তার দল।

কথামালায় অংশ নেন মসজিদের খতিব মুহাদ্দিস আজিম উদ্দিন, জসীমউদ্দীন, নজরুল ইসলাম সোহাগ, ফারুক আহমদ।

তারা মসজিদ আল হেরার উন্নয়নে কমিউনিটির সবাইকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা পরিবেশনা উপস্থিত সুধীজনদের মন ভরে দেয়।