বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

আটলান্টিক সিটির মুসলিমদের রমজানের শুভেচ্ছা মেয়র মার্টি স্মলের

রবিবার, মার্চ ২৬, ২০২৩

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউজার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র।

বৃহস্পতিবপার (২৩ মার্চ) ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল বলেন, ‘ রমজান সংযম, ত্যাগ, ক্ষমা ও আত্মশুদ্ধির মাস। আজকের দিনটি আটলান্টিক সিটির জন্য একটি উল্লেখ্যোগ্য দিন। কারণ, আজ থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের রমজান। আমাদের সবার প্রাণপ্রিয় শহর আটলান্টিক সিটির উন্নয়নে মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত যে অবদান রেখে চলেছে, তাকে আমি কুর্নিশ করি।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করি, ভবিষ্যতেও তারা তা অব্যাহত রাখবেন। আমি আরো আশা করি, রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।’