শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘তুফান’

বুধবার, জুন ৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: রায়হান রাফীর চলচ্চিত্র মানেই ধামাকা। তবে, আলোচনাও চলে বেশ। এবার বিভিন্ন রকম সমালোচনাকে টপকে আনকাট সেন্সর পেল চলচ্চিত্র ‘তুফান’। আনকাট সেন্সর সার্টিফিকেটের ছবি নির্মাতা রায়হান রাফী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।

রাফী লিখেছেন, ‘আনকাট সেন্সর তুফান। অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই, আসছে তুফান।’

তিন দিন পূর্বেই সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ‘তুফান’। মঙ্গলবার (৪ জুন) রাতে চলচ্চিত্রটিকে মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়। তবে, সকলকে সুসংবাদ দিয়ে বুধবার (৫ জুন) ছাড়পত্র পাওয়ার সংবাদটি জানা যায়।

গেল ৭ মে নেট দুনিয়ায় প্রকাশ করা হয়েছিল এক মিনিট ২২ সেকেন্ডের টিজার। অ্যাকশন আর রহস্যে ভরা পুরো চলচ্চিত্রেই টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক।

চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। আরো রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু ও হাসনাত রিপনের মত তারকারা। ‘তুফান’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই এবং চরকি।