শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়েছে রুশ আকাশযান

রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

প্রিন্ট করুন

মস্কো, রাশিয়া: ক্রুবিহীন রুশ সয়ুজ ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভিড়েছে। কাজাখস্তান থেকে উৎক্ষেপণের দুই দিন পর রোববার (২৬ ফেব্রুয়ারি) এটি আইএসএসে পৌঁছে।

এ ক্যাপসুলে করে যুক্তরাষ্ট্রের নভোচারী ফ্রাংক রুবিও, রুশ মহাকাশচারী দিমিত্রি পেটেলিন ও সার্গেই প্রকোইয়েভকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ধারনা করা হচ্ছে, সেপ্টেম্বরে তারা ফিরবেন।

এমএস-২২তে করে এ তিন নভোচারী গত সেপ্টেম্বরে আইএসএসে পৌঁছান। তাদের সেখানে স্বাভাবিকভাবে ছয় মাস অর্থাৎ মার্চের শেষ পর্যন্ত থাকার কথা। কিন্তু, মধ্য ডিসেম্বরে ছোট্ট একটি উল্কার আঘাতে তাদের ক্যাপসুল ফুটো হতে শুরু করে।
এরপর রুশ মহাকাশ সংস্থা রসকসমস এমএস-২৩ পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে, ক্রু সদস্য ছাড়া এটিকে পাঠানো হয়।
ক্ষতিগস্ত এমএস-২২ যাত্রী ছাড়াই আইএসএস ছেড়ে আসবে ও মার্চের শেষে পৃথিবীতে পৌঁছাবে।