শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আব্বাস ও আলালের গ্রেফতারের নিন্দা রিজভীর

বুধবার, নভেম্বর ১, ২০২৩

প্রিন্ট করুন
রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আইনজীবী রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিবৃতিতে রিজভী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করে ফের ক্ষমতা কুক্ষিগত করার গভীর মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই অবৈধ শাসক গোষ্ঠী বিএনপির সিনিয়র নেতাদেরসহ দেশব্যাপী সবব পর্যায়ের নেতা-কর্মীকে ব্যাপকহারে গ্রেফতার শুরু করেছে। ক্ষমতালোভের পাশাপাশি চলমান গণআন্দোলনে ভীত হয়ে নিশিরাতের সরকার বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে মানুষ হতাহতের নৃশংসতায় মেতে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বলতে চাই- এভাবে গ্রেফতার ও নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে চলমান গণআন্দোলনকে দমন করা যাবে না। জনগণ বুঝে গেছে, যে কোন অপ্রীতিকর ঘটনা নিজেরাই ঘটিয়ে অন্যের ওপর দোষারোপ আওয়ামী লীগের নোংরা রাজনীতি।’

বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়- পৃথিবীর বড় বড় স্বৈরাচারেরাও জনগণের কাছে পরাজিত হয়েছে। বর্তমান আওয়ামী দখলবাজ সরকারকেও জনগণের ন্যায্য আন্দোলনের কাছে মাথা নত করে বিদায় নিতে হবে।’

মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানান রিজভী।

এ ছাড়া, তাদের মুক্তির আহ্বানে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।