নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল।
সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা শাহ নেওয়াজ ও চেয়ারম্যান গিয়াস আহমেদ।
উপস্থিত ছিলেন মঈন চৌধুরী, সরোয়ার চৌধুরী, নুরুল আজিম, মুনমুন হাসিনা বারী, বেলাল চৌধুরী, আহসান হাবিব, আলমগীর খান আলম ও আসিফ চৌধুরী।
সভায় জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় ওয়েস্টিন হোটেলে সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র থেকে ৪৫ জনের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এতে যোগ দেবেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’র তহবিলে এক কোটি টাকার অনুদান হস্তান্তর করা হবে।