শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আমেরিকা বাংলাদেশ চেম্বারের ‘বিজনেস নেটওয়ার্কিং অ‍্যান্ড ডিনার’ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: পারস্পরিক সম্পর্ক জোরদার ও ব‍্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ‍্যে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ‍্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) ‘বিজনেস নেটওয়ার্কিং অ‍্যান্ড ডিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকার হোটেল ওয়েস্টিনে এ আয়োজনে শতাধিক ব‍্যবসায়ী ও তাদের পরিবারের সদস‍্যরা অংশ নেন।

অনুষ্ঠানের মূল বক্তব্যে এবিসিসিআইর চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্রের সঠিক পথে উত্তরণে প্রয়োজনীয় সংস্কার বড় চ্যালেঞ্জ। তবে, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অন্য বক্তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ‍্যোগ জরুরি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট আসেফ বারী, সাধারণ সম্পাদক ফাহাদ আর সোলায়মান, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, বিজনেস আমেরিকার ব‍্যবস্থাপনা পরিচালক এনামুল হক এনাম, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স, ব‍্যবসায়ী নেতা হাসানুজ্জামান, বারী গ্রুপের চেয়ারম্যান মুম্মুন হাসিনা বারী, বেলাল চৌধুরী, গোলাম ফারুক ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এই সংগঠন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব‍্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে সহায়ক হবে। অর্থনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে। বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা জরুরি।’

এই ধরনের উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে