আরকানসাস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের আরকানসাসে বড় ধরনের টর্নেডোর আঘাতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের সারাহ হুকাবায়ে স্যান্ডার্স গভর্ণর টুইট করে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) এ টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত তাদের কার্যক্রম শুরু করে।
সারাহ হুকাবায়ে স্যান্ডার্স টুইটারে জানিয়েছেন, পুলিশ ও জরুরি সেবাসমূহ দুর্গতদের সহায়তায় কাজ করছে। জাতীয় আবহাওয়া দপ্তর আরো ঝড়ের পূর্বাভাস দেয়ায় তিনি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।
স্যান্ডার্স বলেছেন, ‘মধ্য আরকানসাসে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’
রাজ্যের রাজধানী লিটল রকের কাছে এ টর্নোডো আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে ও বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে ৭০ হাজারেরও বেশি লোকজন।
গভর্ণরের কার্যালয় তাৎক্ষণিক হতাহতের কোন খবর দিতে পারেনি। তবে স্থানীয় একটি হাসপাতাল থেকে বলা হয়েছে, তাদের এখানে আহত ব্যক্তিরা আসছেন। এদের কয়েক জনের অবস্থা আশংকাজনক।
বলে রাখা ভাল, যুক্তরাষ্ট্র বিশেষ করে এর মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাত একটি সাধারণ ঘটনা।