শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দেবেন এরদোগান; ধারণা রাশিয়ার

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

প্রিন্ট করুন

মস্কো, রাশিয়া: রাশিয়া ধারণা করছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান কাজাখস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্অদিমির পুতিনের সাথে বৈঠকে ইউক্রেনের সাথে আলোচনায় মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন। ক্রেমলিনের এক সহকারী বুধবার (১২ অক্টোবর) এ কথা বলেন।

ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উষাকভ মস্কোয় সাংবাদিকদের বলেন, ‘তুরস্ক মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছে। কোন আলোচনা অনুষ্ঠিত হলে সেটি সম্ভবত তাদের কোন অঞ্চল ইস্তাম্বুল কিংবা আঙ্কারায় হবে।’

তিনি আরো বলেন, ‘এরদোগান সম্ভবত কাজাখ রাজধানী আস্তানায় পুতিনের সাথে বৈঠককালে আনুষ্ঠানিক প্রস্তাব রাখবেন।’

যুদ্ধ শুরুর পর থেকে নিরপেক্ষ অবস্থানে থাকা আঙ্কারার সাথে কৃষ্ণসাগর তীরবর্তী উভয়দেশের সাথে সুসম্পর্ক রয়েছে। তবে দেশটি মস্কোর পশ্চিমা অবরোধ আরোপের উদ্যোগ থেকে বিরত থাকে।

এ দিকে, এর আগে তুরস্ক দুই বার মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

কিন্তু ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্তির ঘোষণা দেয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্টের সাথে আর কোন আলোচনায় বসবেন না।

জেলেনস্কির এ অবস্থান বিষয়ে জানতে চাইলে উষাকভ বলেন, ‘আমি তাকে বলতে চাই, ‘কখনই না বলবেন না’।