লন্ডন, যুক্তরাজ্য: ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাজ্য। রাশিয়ার হামলা থেকে দেশটিকে রক্ষার জন্যে ব্রিটেন বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে।
ব্রিটেন রকেটবহনকারী যে ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, সেটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। এ ধরনের ক্ষেপণাস্ত্র এ প্রথম বারের মত ইউক্রেনকে সরবরাহ করছে যুক্তরাজ্য।
রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে দ্রুতই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অঙ্গীকার করলে যুক্তরাজ্য এ ঘোষণা দেয়।
ক্রিমিয়া উপদ্বীপের সাথে মস্কোর সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বৃষ্টির মত ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
যুক্তরাজ্য বলছে, ‘এসব রকেট ইউক্রেনের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষায় সহায়ক হবে।’
এছাড়া ব্রিটেন ইউক্রেনের গোয়েন্দা বিভাগকে সহায়তা দিতে কয়েকশ ড্রোন ও ১৮ হাউইটজার আর্টিলারি সরবরাহ করবে। ইতিমধ্যে দেশটি এ ধরনের ৬৪টি বন্দুক সরবরাহ করেছে।
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি মঙ্গলবার (১১ অক্টোবর) জি সেভেনভুক্ত ধনী দেশগুলোর প্রতি আকাশ প্রতিরক্ষা তৈরিতে কিয়েভকে সহায়তার আহবান জানিয়েছেন। এ প্রেক্ষিতে ব্রাসেলসে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পশ্চিমা সামরিক জোটের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।