শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইউক্রেনকে আরো ৪৫ বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে আরো ৪৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশাল এ সহায়তা প্যাকেজ ইতিমধ্যে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। উচ্চকক্ষ সিনেটেও বিলটি সহজেই পাস হবে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে উদার হাতে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিবেদন মতে, ইউক্রেনকে এখন পর্যন্ত সামরিক ও অর্থনৈতিক সহায়গা হিসেবে মোট ৬৮ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে জো বাইডেন প্রশাসন।

আগামী বছর তথা ২০২৩ সালের জন্য আরো ৪৫ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফর শেষে দেশে ফেরার পরই সহায়তা প্যাকেজটি কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাস হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) পোল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্র যান জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর এটাই তার প্রথম বিদেশ সফর। যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন জেলেনস্কি।

পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, ‘জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে, কখনোই আত্মসমর্পণ করবে না।’

জেলেনস্কির ওয়াশিংটন সফরকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য ১৮৫ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দেয়া হয়। এ প্যাকেজের আওতায় ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ওয়াশিংটন।