বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

শিরোনাম

ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেয়ার কথা ভুলে যেতে হবে: ট্রাম্প

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার কথা ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ, গাজায় সংঘাত ইস্যুতে খোলামেলা কথা বলেন। নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিভিন্ন দেশের ওপর কর আরোপের বিষয়ে।

বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি )যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন। এ চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

একইসঙ্গে তিনি বলেন, ‘ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে।’ জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছিলো বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

গাজা ইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, হামাসের সঙ্গে চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পরে যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নেতানিয়াহুকে। চুক্তির ভবিষ্যত এবং পরবর্তী ধাপ কীভাগে এগুবে তাও ইসরাইলকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেন ট্রাম্প।

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দেশের ওপর আরোপিত কর নিয়েও আলোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর ২৫ শতাংশ কর আরোপ করতে যাচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি বলেন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের বিষয়ে নেয়া সিদ্ধান্ত পরিবর্তন করবে না তার প্রশাসন।

প্রশাসন থেকে আরও কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের কাজের হিসাব চেয়ে পাঠানো ইমেইলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যারা এখনও সেই মেইলের উত্তরে কিছু জানায়নি তাদের খুঁজে বের করা হবে।’ এদিন মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ছিলেন ইলন মাস্কও।