রামস্টেইন বিমান ঘাঁটি, জার্মানি: উক্রেনের পক্ষে আরো কাজ করার উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, ‘পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রতি সমর্থন আরো বাড়াতে পারে।’ খবর দ্য ওয়াশিংটন পোস্টের।
শুক্রবার (২১ জানুয়ারি) জার্মানির রামস্টেইন এয়ার বেসে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ দিকে, কিয়েভকে সাহায্য করার জন্য জার্মানি যথেষ্ঠ কাজ করছে না এমন সমালোচনার বিপক্ষে তিনি বার্লিনকে রক্ষা করেছেন।
ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈঠকের পর অস্টিন বলেন, ‘ইউক্রেনের জন্য ‘আমরা সবাই আরো কিছু করতে পারি।’
তবে তিনি জোর দিয়ে বলেন যে, ইউক্রেনের চাওয়া জার্মানির তৈরি লিওপার্ড-২ যুদ্ধ ট্যাঙ্ক কিয়েভের কাছে সরবরাহ করতে তারা অস্বীকৃতি জানানো সত্বেও বার্লিন একটি ‘নির্ভরযোগ্য মিত্র দেশ।