শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইউক্রেনে ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত হচ্ছে বাইডেন প্রশাসন!

মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ইউক্রেনে ব্যর্থতা মেনে নিতে ‘নীরব প্রস্তুতি শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন।’ বিশেষ করে, ইউক্রেন যে পাল্টা আক্রমণের কথা বলছে, তা খুব বেশি সাফল্য বয়ে আনবে না বলেই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রশাসনের। সোমবার (২৪ এপ্রিল) জার্মান মালিকানাধীন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পলিটিকো প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘ওপরে ওপরে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অটুট থাকলেও ভেতরে বাইডেন প্রশাসন ইউক্রেনের ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক ‘কাউন্সিল অন ফরেইন রিলেশনসের’ প্রেসিডেন্ট রিচার্ড হাস বলেছেন, ‘যদি ইউক্রেন নাটকীয়ভাবে কোন অগ্রগতি দেখাতে না পারে, তবে এ প্রশ্ন উঠা স্বাভাবিক যে, তাহলে কী এখনই আলোচনার মাধ্যমে এ যুদ্ধ থামানোর উপযুক্ত সময়।’

রিচার্ড হাস আরো বলেন, ‘এটি (যুদ্ধ) খুবই ব্যয়বহুল ও প্রতিনিয়ত আমাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। আমরা এখন একটি আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে রয়েছি। পৃথিবীর এটি (আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করা) মেনে নেয়ার জন্য প্রস্তুত হওয়া উচিত।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে যেসব অস্ত্র ও সরঞ্জাম চেয়েছিল, তার প্রায় সবই ‘পাঠিয়েছে’, কিন্তু, বন্ধ দরজার আড়ালে, যুক্তরাষ্ট্র ‘ইউক্রেনের সক্ষমতা ও ফলাফল’ নিয়ে চিন্তিত।’

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বাস করে যে, ইউক্রেনে চলমান সংঘাত অন্তহীন ‘পরিখা যুদ্ধে’ আটকে গেছে। যেখানে কোন পক্ষই খুব বেশি বা খুব দ্রুত অগ্রসর হতে পারছে না। তবে, পেন্টাগনের বিশ্বাস, ইউক্রেন ক্রিমিয়াকে ঘিরে যে লক্ষ্য স্থির করেছে, তা অর্জন করতে পারবে। তবে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তা মনে করে না; বরং তাদের দাবি, কিয়েভ ক্রিমিয়ায় কেবল রাশিয়ার সরবরাহ লাইনকে বাধাগ্রস্ত করতে পারবে।