সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ইউক্রেন ও ইসরাইলকে বড় সহায়তা দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বুধবার, ফেব্রুয়ারী ৭, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইউক্রেন ও ইসরাইলকে ফের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ১১৮ বিলিয়ন ডলারের একটি দ্বিদলীয় সহায়তা বিল সামনে এনেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। বিলটিকে সহজে কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভকে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি ইসরাইল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে তাদেরও সহায়তা করছে দেশটি।

তবে, গেল কয়েক মাস ধরে অভিবাসন ও ইউক্রেনকে সহায়তা ইস্যুতে স্থবিরতা বিরাজ করছিল। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউক্রেনের জন্য রাশিয়ার বিপক্ষে যুদ্ধ কঠিন হয়ে পড়েছিল। এর মধ্যে ফের ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এ জন্য ১১৮ বিলিয়ন ডলারের একটি দ্বিদলীয় সহায়তা বিল সামনে এনেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

ঘোষিত বিলে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। বিল অনুযায়ী ইসরাইল পাবে ১৪ বিলিয়ন ডলার, লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে ব্যয় হবে দুই বিলিয়ন ডলার ও চীন-তাইওয়ান সংঘাত মোকাবিলায় ব্যয় হবে পাঁচ বিলিয়ন ডলার।

নয়া বিলে সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের আবেদনের পরিমাণ মাত্রা ছাড়িয়ে গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ক্ষমতাপ্রাপ্ত হবেন। বিলটি সহজে কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন জো বাইডেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসন ইস্যুটি জোরালো ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিলটির ওপরে ভোটগ্রহণ আয়োজন করার কথা জানালেও, ডোনাল্ড ট্রাম্পসহ কট্টর রিপাবলিকানদের বিরোধিতার জেরে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মত বিশ্লেষকদের।