রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটরদের পত্র দুর্ভাগ্যজনক

বুধবার, জানুয়ারী ২৪, ২০২৪

প্রিন্ট করুন
এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন

ঢাকা: গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পাঠানো যুক্তরাষ্ট্রের ১২ সিনেটরের পত্রে বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কোন দেশের বিচার প্রক্রিয়া না জেনে কোন ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া দেয়া সঠিক নয়।’

সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১২ সিনেটরের পত্রের ব্যাপারে প্রতিক্রিয়ায় আমিন উদ্দিন বুধবার (২৪ জানুয়ারি) এসব কথা বলেন।

এটর্নি জেনারেল আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নিকট এ সংক্রান্ত চিঠি দেয়া সমুচিত নয়। কারণ, তিনি বিচার বিভাগের কেউ নন। প্রকাশ্য আদালতে মুহাম্মদ ইউনূসের মামলার বিচার হয়েছে। এটা নিয়ে কারো কোন বক্তব্য বা প্রতিক্রিয়া থাকলে, তা অবহিত করার ব্যবস্থা রয়েছে। সেখানে তারা তাদের বক্তব্য দিতে পারেন। বহির্বিশ্বের যেসব ব্যক্তি বা সংস্থা ইউনূসের মামলা নিয়ে কথা বলছেন, তারা বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে কিছু জানেন না অথবা কেউ তাদের প্রভাবিত করে এসব কাজ করাচ্ছে।’

মুহাম্মদ ইউনূসের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সোমবার (২২ জানুয়ারি) পত্রি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ১২ জন সিনেটর।