রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

ইতালি সফরে যাচ্ছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস

মঙ্গলবার, মে ৭, ২০২৪

প্রিন্ট করুন
এরিক অ্যাডামস

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে ইতালি সফর করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। সোমবার (৬ মে) সিটির মেয়রের অফিস ব্যাপারটি নিশ্চিত করেছে। আগামী বৃহস্পতিবার (৯ মে) তার সফরে শুরু হবে। খবর দ্যা নিউ ইয়র্ক টাইমসের।

সফরের সময় মেয়রের সাথে থাকবেন তার ঘনিষ্ঠ একজন উপদেষ্টা ফ্রাঙ্ক ক্যারোন, যিনি একজন প্রাক্তন চিফ অফ স্টাফ, এখন অ্যাডামসের প্রচারণার ডি ফ্যাক্টো হেড।

ইতালিতে এরিক অ্যাডামস মানব ভ্রাতৃত্বের বিশ্ব সম্মেলনে যোগ দেবেন; যা রোম ও ভ্যাটিকান সিটিতে ১০-১১ মে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনটিতে একটি শান্তিপূর্ণ পৃথিবরি বিভিন্ন ধারণা তুলে ধরা হবে। সম্মেলনে নোবেল শান্তি পুরস্কার জয়ী, শিল্পী, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও শিশুরা থাকবে। এছাড়াও, কৃষি, টেকসই ব্যবসায়িক চর্চা ও শান্তির মত বৈচিত্র্যপূর্ণ বিষয়গুলির উপর গোল টেবিল আলোচনা হবে।

সিটির মেয়রের অফিস বলেছে, ‘এরি অ্যাডামস নেতা ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন। পোপ ফ্রান্সিস কর্তৃক প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ফন্ডাজিওন ফ্রেটেলি তুট্টি মেয়রের ভ্রমণের জন্য অর্থ দিচ্ছে।

এসব বিষয়ে পরবর্তীতে বিস্তারিত পরে তুলে ধরা হবে বলে জানায় মেয়র অফিস।