মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ইয়েমেনে হুথি স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলা

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪

প্রিন্ট করুন

ইয়েমেন: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের অস্ত্র মজুদ স্থাপনাগুলোয় যুক্তরাষ্ট্রের একাধিক বি-২ বোমারু হামলা চালিয়েছে। বুধবার (১৬ অক্টোবর) এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। এএফপির।

যুক্তরাষ্টেওর প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রেওর বাহিনী হুথিদের বেশ কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, যেসব যায়গায় বিভিন্ন ধরনের অস্ত্রসামগ্রী মজুত রয়েছে, যা হুথিরা এ অঞ্চল জুড়ে বেসামরিক ও সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে ব্যবহার করেছে।’

হুথি-চালিত টেলিভিশন নেটওয়ার্ক আল মাসিরাহ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে রাজধানী সানার উত্তর ও দক্ষিণে, সেই সঙ্গে আরো উত্তরে সানা গভর্নরেটে হুথিদের শক্ত ঘাঁটিতে ১৫টি হামলার সংবাদ দিয়েছে।

লয়েড অস্টিন বলেন, ‘বি-২ বোমারু বিমান পাঁচটি ভূগর্ভস্থ অস্ত্রাগার অবস্থানে নির্ভুল হামলা চালিয়েছে। আর এসব লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াটাই দূরপাল্লার স্টিলথ বোমারু বিমানের ব্যবহার, যে কোন সময় যে কোন স্থানে, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক হামলার ক্ষমতা প্রদর্শন করে ‘

হুথিদের শিপিং লক্ষ্যবস্তু করার ক্ষমতা রোধ করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বার বার এ ধরনের হামলা চালিয়েছে। কিন্তু, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলিতে হুথি বিদ্রোহীরা হামলা চালিয়ে গেছে।

অস্টিন আরো বলেন, ‘হুথিদের অব্যাহত অস্থিতিশীল আচরণ প্রতিহত করতে এবং যুক্তরাষ্ট্রের বাহিনী ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা দিতেই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথে তাদের সক্ষমতা হ্রাস করায় প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে, আমি এ লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দিয়েছি।’