রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে রকেট হামলা

শনিবার, জুলাই ২৭, ২০২৪

প্রিন্ট করুন

বাগদাদ, ইরাক: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে চারটি রকেট হামলা চালানো হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ইরাকি সামরিক বাহিনীর এক কর্মকর্তা এ হামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

আনবার অপারেশন কমান্ডের সাদ আল-ওবাইদি বলেন, ‘বৃহস্পতিবার (২৫ জুলাই) গভীর রাতে অজ্ঞাত একটি সশস্ত্র গোষ্ঠীর নিক্ষেপ করা দুইটি রকেট বিমানঘাঁটির ভেতরে আঘাত হানে।’

এ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করছেন বলেও জানান তিনি।

আল-ওবাইদি বলেন, ‘হামলাকারীদের খোঁজে বিমানঘাঁটির আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী।’

তবে, এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর থেকে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ঘাঁটিতে শত শত রকেট ও ড্রোন হামলা চালায়।