শনিবার, ১৭ মে ২০২৫

শিরোনাম

ইরানের ড্রোনের আদলে ড্রোন তৈরির নির্দেশ দিলেন ট্রাম্প

শুক্রবার, মে ১৬, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে ইরানের ড্রোনের আদলে ‘দামে কম, দ্রুতগতির ও প্রাণঘাতি’র ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। কাতার সফরকালে গত বৃহস্পতিবার (১৬ মে) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি একটি কোম্পানিকে ইরানি ড্রোনের আদলে ড্রোন তৈরি করতে বলেছি। আমার প্রচুর ড্রোন দরকার। আপনারা জানেন, ইরান অনেক ভালো ড্রোন বানায়। আর এগুলো বানাতে ৩৫-৪০ হাজার ডলার খরচ হয়।’

তিনি আরও বলেন, ‘আমি ওই কোম্পানিকে বলেছিলাম, আমি (ইরানের ড্রোনের মতো) তেমন কিছুই দেখতে চাই। দুই সপ্তাহ পর তারা আমার কাছে একটি ড্রোন নিয়ে আসে যার দাম ৪১ মিলিয়ন ডলার। আমি বললাম, আমি এটার কথা বলিনি। আমি এমন কিছুর কথা বলছি যার দাম ৩৫-৪০ হাজার ডলার, যাতে আপনি হাজার হাজার ড্রোন উড়াতে পারেন।’

বিশ্লেষকরা বলছেন, ‘ইরানের আরাশ সিরিজের ড্রোন এখন আকাশপথে বিপ্লব এনেছে। আর এসব কর্মসূচী শুরু হয়েছে স্বনির্ভর প্রতিরক্ষা গড়ার প্রচেষ্টায়।’

ড্রোন প্রযুক্তিতে ইরানের ব্যাপক ও দ্রুত অগ্রগতি এবং ড্রোন যুদ্ধে উচ্চমাত্রার নির্ভুলতার পাশাপাশি দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা পশ্চিম এশিয়ায় দেশটির ক্রমবর্ধমান সামরিক শক্তিকে শক্তিশালী করেছে।

বছরের পর বছর ধরে মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞার মুখে সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য দেশীয় প্রতিরক্ষামূলক সরঞ্জামের বিস্তৃত পরিসর তৈরিতে ইরানি সামরিক বাহিনীর সাফল্যের মধ্যে অত্যাধুনিক ড্রোন প্রোগ্রাম অন্যতম।

সূত্র: প্রেস টিভি