ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন দেশটির ছয়টি অঙ্গরাজ্যের মুসলিম নেতারা। তারা চান না যে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ফের পদপ্রার্থী হোন। খবর রয়টার্সের।
তবে, যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থীতার বিরুদ্ধ ঐক্যবদ্ধ হলেও তার বিকল্প প্রার্থী কে হবেন, সে ব্যাপারে তারা মতৈক্যে পৌঁছাতে পারেননি।
ছয়টি অঙ্গরাজ্য হল মিনেসোটা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডা। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এসব রাজ্যে জো বাইডেন জয়ী হয়েছিলেন। কিন্তু, সম্প্রতি গাজা ইস্যুতে তিনি যে অবস্থান নিয়েছেন, তা এসব রাজ্যের বিশাল মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে।
বিশ্লেষকরা বলছেন, ‘এই বিক্ষুদ্ধ আরব-আমেরিকান সম্প্রদায় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ী হওয়ার পথকে নিঃসন্দেহে জটিল করে তুলবে।’
শনিবার (২ ডিসেম্বর) মিনেসোটার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) চ্যাপ্টারের পরিচালক জয়লানি হুসেন মিশিগানের ডিয়ারবর্নে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পই একমাত্র বিকল্প নন। আমাদের সামনে অনেক বিকল্প রয়েছে। তবে, আমরা ট্রাম্পকেও সমর্থন করছি না। আমাদের মুসলিম সম্প্রদায়ই সিদ্ধান্ত নেবে, কীভাবে অন্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।’
তবে, এটি তার ব্যক্তিগত মতামত, সংগঠনের (সিএআইআর) মতামত নয় বলেও জানান জয়লানি হুসেন।
গেল ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর মিনেসোটার মুসলিম আমেরিকানরা ৩১ অক্টোবরের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা নিতে জো বাইডেনের প্রতি আহ্বান জানান। কিন্তু, তিনি তেমন কোন উদ্যোগ নিতে ব্যর্থ হলে মুসলিম নেতারা ‘হ্যাসট্যাগ অ্যাবানডন বাইডেন’ আন্দোলন শুরু করেন। পরে, তা মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডায়ও ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা বলছেন, ‘আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে তাদের সাথে ভাল আচরণ করবেন, এমনটা তারা বিশ্বাস করেন না। আবার জো বাইডেনকেও তারা ভোট দিতে চান না, কারণ এর মধ্যে তিনি ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন।’
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ‘আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা ব্যাপকভাবে বাইডেনের বিরুদ্ধ দাঁড়াবেন কি না, তা এখনই সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে, ২০২০ সালের নির্বাচনে যেসব রাজ্যে বাইডেন জয়ী হয়েছিলেন, সেসব রাজ্যে আগামী নির্বাচনে তার জয় পাওয়া কঠিন হবে তার।